স্বদেশবার্তা ডেস্কঃ মোবাইল ফোনের বিভিন্ন প্যাকেজ নিয়ে অপারেটরদের সঙ্গে বসবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
গতকাল শনিবার বিটিআরসির চেয়ারম্যান মুহম্মদ. জহুরল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, কোনো প্যাকেজের মেয়াদ যাতে সাত দিনের কম না হয় সেজন্য এরইমধ্যে অপারেটরদের চিঠি পাঠানো হয়েছে। অপারেটরদের কাছ থেকে তথ্য নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
মোবাইল ফোন অপারেটরদের প্যাকেজ জানতে চাওয়ার পাশাপাশি আগামী ৯ ডিসেম্বর (রোববার) থেকে নতুন নির্দেশনা পালন করতে বলা হয়েছে বলেও জানান বিটিআরসির চেয়ারম্যান।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: