09 December 2018

সিলেটে যাত্রীদের ব্যাগ তল্লাশি নিয়ে বিজিবি-কাস্টমস সংঘর্ষ


সিলেট প্রতিনিধিঃ বিজিবি সদস্যরা ভারতীয় যাত্রীদের ব্যাগ তল্লাশি করে তিন বোতল মদ পান, যা নিয়ে বিজিবি ও কাস্টমসের মধ্যে বিরোধ দেখা দেয়

সিলেটের তামাবিল স্থলবন্দরে ভারতে যাতায়াতকারী যাত্রীদের ব্যাগ তল্লাশিকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কাস্টমস কর্মকর্তাদের মাঝে সংঘর্ষে দুজন কাস্টমস কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেনগত বৃহস্পতিবার বিকাল থেকে বিজিবি ও কাস্টমস কর্মকর্তাদের মাঝে থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে

স্থানীয় ও কাস্টমস সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকালে সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজের তিন ভারতীয় শিক্ষার্থী তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে আসেনএসময় তামাবিল জিরো পয়েন্টে বিজিবি চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা তাদের তল্লাশি করতে যানকাস্টমস কর্মকর্তারা বিজিবি সদস্যদের বাঁধা দিয়ে বলেন, ইমিগ্রেশন দিয়ে যাতায়াতকারী যাত্রীদের ব্যাগ শুধু কাস্টমস কর্তৃপক্ষই তল্লাশি করবেএ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়এক পর্যায়ে বিজিবি সদস্যরা জোরপূর্বক ভারতীয় যাত্রীদের ব্যাগ তল্লাশি করে তিন বোতল মদ পান, যা নিয়ে বিজিবি ও কাস্টমসের মধ্যে বিরোধ দেখা দেয়

সৃষ্ট বিরোধের জেরে সন্ধ্যার পর উভয় পক্ষের মাঝে সংঘর্ষ হয়এতে কাস্টমস কর্তৃপক্ষের পাঁচজন আহত হনতাদের মধ্যে সহকারী কাস্টমস কর্মকর্তা তুহিন ও মুস্তাফিজকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছেবাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন

এ ব‍্যাপারে তামাবিল স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা শিপন কুমার দাস বলেন, “নিয়ম না থাকলেও বিজিবির সদস্যরা জোরপূর্বক কয়েকজন যাত্রীর ব্যাগ তল্লাশি করতে যায়এতে কাস্টমসের লোকজন বিজিবিকে বাধা দিলে তারা হামলা চালায়সন্ধ্যার পর পুনরায় হামলা চালিয়ে কাস্টমসের দুজন সহকারী কর্মকর্তাসহ পাঁচজনকে আহত করে

তবে বিজিবি তামাবিল ক্যাম্পের সুবেদার আব্দুর রহিম কোনো ধরনের হামলার কথা অস্বীকার করে বলেন, সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল, পরে তা শেষ হয়ে গেছে

পাঁচজন আহত হওয়ার বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের সাজানো নাটকবলেও মন্তব্য করেন তিনি


শেয়ার করুন

0 facebook: