25 December 2018

সৌদির তরুণ-তরুণীরা প্রথমবারের মত প্রকাশ্যে একসঙ্গে নাচলেন (ভিডিও ভাইরাল)


আন্তর্জাতিক ডেস্কঃ প্রথমবারের মত প্রকাশ্যে কোন কনসার্টে একসঙ্গে নাচলেন সৌদি আরবের তরুণ-তরুণীরাযা দেশটিতে বিরল ঘটনা

সম্প্রতি সৌদি আরবে ফরাসি ডিস্কো জকি ডেভিড গুয়েত্তার এক কনসার্টের আয়োজন করা হয়েছিলসেখানে জমায়েত হয়েছিল সৌদির হাজারো তরুণ-তরুণীদেরআর সেখানেই ডেভিড গুয়েত্তার গানের সুরে একসঙ্গে নাচলেন তারা

ইতিমধ্যে সেই কনসার্টের তরুণ-তরুণীদের একসঙ্গে নাচার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেঅনেকে এর ব্যাপক প্রশংসা জানিয়েছেন কেউ বলেছেন, সৌদি আরবকে স্বাগত নতুন এই জগতে প্রবেশ করার জন্যতবে সেখানকার অনেক ধর্মীয় নেতারা এর কড়া সমালোচনা করেছেন

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর দেশটির সামাজিক পরিবর্তনের ডাক দেনইতিমধ্যে করেছেন অনেক পরিবর্তনওইতিমধ্যে সৌদির নারীরা গাড়ি চালানোর অনুমতি পেয়েছে এছাড়াও পেয়েছেন অনেক বিধিনিষেধ থেকে মুক্তি


শেয়ার করুন

0 facebook: