28 December 2018

সিলেটে নৌকা সমর্থক হত্যা মামলায়, প্রধান আসামিসহ আটক ২


সিলেট প্রতিনিধিঃ সিলেট শহরতলীর বাদাঘাটে নৌকা প্রতীকের সমর্থক কাওসার আহমদ হত্যার ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬ থেকে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের চাচা আব্দুন নূরশুক্রবার (২৮ ডিসেম্বর) সিলেটের জালালাবাদ থানায় এ মামলা দায়ের করেন তিনি

মামলায় প্রধান আসামি আব্দুল বারিক ও ৭ নং আসামি আব্দুল বারিকের স্ত্রী পিয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ

মামলার বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন শাহাদাত হোসেন বলেন, নিহতের চাচা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেএ মামলায় ৭ জনের নাম উল্লেখ করে আরো ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে

মামলার প্রধান আসামি ও ৭ নং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে মহাজোট প্রার্থী ড. মোমেনের নৌকার সমর্থনে লিফলেট বিতরণ করতে বাদাঘাটের পার্শ্ববর্তী নলকট গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র বারিক মিয়ার বাড়িতে প্রবেশ করেন কাওসারএসময় নৌকার লিফলেট নিয়ে বাড়িতে প্রবেশের জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে সেখানে ব্যাপক মারধর করা হয়আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়এদিকে এর আগে বারিক মিয়া ও নিহত কাওসারের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিলো বলেও জানান স্থানীয়রা


শেয়ার করুন

0 facebook: