![]() |
ছবিঃ সংগৃহিত |
নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ রবিবার সকাল থেকেই উত্তরা এলাকার বিভিন্ন গার্মেন্টের শত শত শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।
বিমানবন্দর পুলিশের সহকারী কমিশনার মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উত্তরা আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক পর্যন্ত অবস্থান নিয়ে ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছে তারা। বিক্ষোভের খবর পেয়ে ঢাকার উত্তর খান ও দক্ষিণখান এলাকা থেকেও শ্রমিকরা এসে সড়কে অবস্থান নেয়।
শ্রমিকদের এই বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো যানবাহন যেতে বা আসতে পারছে না। প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় আশপাশের রাস্তাতেও ব্যাপক যানজট তৈরি হয়েছে।
খবর বিভাগঃ
ঢাকা বিভাগ
বিভাগীয় সংবাদ
0 facebook: