![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হিমাচল প্রদেশে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে; আহত হয়েছে আরও ১২ জন। শনিবার রাজ্যের সিরমোর জেলায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়জন শিশু শিক্ষার্থী; অন্যজন বাসটির চালক।
পুলিশ জানিয়েছে, বাসটিতে ১৯ জন শিক্ষার্থী ছিল। বাসটি সিরমোর জেলার ডিএভি পাবলিক স্কুলে যাওয়ার সময় দাদাহু-সংগ্রহ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
পুলিশ বলছে, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। অপর তিনজন হাসপাতালে মারা গেছে।
সূত্রঃ জি-নিউজ
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
শিক্ষা
0 facebook: