![]() |
ছবিঃ সংগৃহিত |
রবিবার বীরভূম জেলার মোহাম্মদবাজারের শ্রীকান্তপুরে এক জনসভায় কালোসোনা বলেন, 'পুলিশকে মারলে কিছু হবে না, আমি বলছি পুলিশকে মারুন, পুলিশকে মারলে কিছু হবে না।'
বীরভূম জেলা বিজেপি এ জনসভার আয়োজন করেন।
বীরভূম জেলা পুলিশকে লক্ষ করে এমন মন্তব্য করেন কালোসোনা মণ্ডল। তিনি জনসভায় কর্মীদের উদ্দেশ্যে বলেন, 'পুলিশকে ভালভাবে বললে কথা শুনবে না, ওদেরকে মারলে ওরা কথা শুনবে, তাই আমি বলছি মারুন, প্রশাসন কিছু করতে পারবে না।' রবিবারের ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার সভাপতি লকেট চট্টোপাধ্যায়, বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায়, সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলসহ জেলা ও রাজ্য নেতৃত্ব।
তবে বিজেপি নেতার এমন বক্তব্যে অনেকে তীব্র নিন্দা জানিয়েছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: