07 January 2019

আফগানিস্তানে সোনার খনি ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪০


আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে সোনার খনিতে ধস নেমে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনেএতে গুরুতর আহত হয়েছেন আরও ১০ জনরবিবার সকালে আফগানিস্তানের বাদাখাসন প্রদেশে মর্মান্তিক এ ঘটনা ঘটে

আফগান সংবাদমাধ্যম জানায়, সোনার খোঁজে ২০০ ফুট গভীর টানেল তৈরি করেছিলো স্থানীয় গ্রামবাসীরারবিবার সকাল এগারোটার দিকে ভেতরে প্রবেশ করার পরই খনিতে ধস নামে

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সকলেই অদক্ষ শ্রমিকখনির পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা

বাদাখাসন প্রদেশের মুখপাত্র নিক মোহাম্মদ নাজারি জানান, গ্রামবাসীরা দশকের পর দশক ধরে এই কাজে জড়িততাদের উপর কোন সরকারি নিয়ন্ত্রণ নেই


শেয়ার করুন

0 facebook: