10 January 2019

ভেঙে গেল বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির ২৫ বছরের সংসার


আন্তর্জাতিক ডেস্কঃ আমাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস ও তার স্ত্রী ম্যাকেনজি বুধবার ঘোষণা করেছেন যে, তারা তাদের ২৫ বছরের সংসার জীবনের ইতি টানছেন

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক যৌথ বিবৃতিতে এ দম্পতি জানান, ‘অনেক দিন একসাথে অনেক মধুর সময় কাটানোর পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিসিদ্ধান্ত নিয়েছি, বিবাহবিচ্ছেদের পরও আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখববিয়ের পর থেকেই আমরা একে অপরকে সব সময় অন্যভাবে খুঁজে ফিরেছি এবং আরো গভীর, আন্তরিক ও কৃতজ্ঞচিত্তে ফিরে পেয়েছিযদি জানতাম, ২৫ বছর পর আমাদের আলাদা হয়ে যেতে হবে, তবে আমরা আবারো বিয়ে করতাম এবং নিজেদের খুঁজে ফিরতাম

বিশ্বের শীর্ষ ধনী বেজোসের বর্তমানে বয়স ৫৪ বছর এবং ম্যাকেনজির বয়স ৪৮৯০ দশকের শুরুর দিকে (১৯৯৩) হেজ ফান্ড ডি ইতে কাজ করার সময়ই তাদের পরিচয় হয়এরপর বিয়ে করেন তারাএরপর তারা সিয়াটলে বসবাস শুরু করেন এবং প্রতিষ্ঠা করেন বহুজাতিভিত্তিক তথ্যপ্রযুক্তিবিষয়ক ই-কমার্স সাইট আমাজন

ব্লুমবার্গের কোটিপতি সূচক অনুসারে, ৫৪ বছর বয়সের জেফ বেজোসের এখন সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন ডলারতবে বিচ্ছেদের পর কোটিপতিদের তালিকায় অবনমন হবে জেফ বেজোসেরকমবে সম্পদের পরিমাণএতে মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটসের সামনে বিশ্বের এক নম্বর ধনী হওয়ার সুযোগ চলে আসবেকারণ, ৪৮ বছর বয়সী স্ত্রী ম্যাকেনজির সম্পদের পরিমাণ ৬৯ বিলিয়ন ডলারম্যাকেনজি এখন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী নারীর তালিকায় আছেন

এদিকে, তাদের এ বিয়ে বিচ্ছেদের পেছনে বেজোসের গোপন প্রেমের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্যের মিরর অনলাইনএক প্রতিবেদনে মিরর জানিয়েছে, বিচ্ছেদের ঘোষণা আসার পর জেফ বেজোসের গোপন সম্পর্কের কথা জানাজানি হয়ে গেছে

বলা হয়, সাবেক এক টিভি উপস্থাপিকার সাথে গোপন সম্পর্কে জড়িয়ে পড়েছেন বেজোসতাকে লরা সানচেজ নামের ওই উপস্থাপিকার সাথে দেখা যাচ্ছে

লরা হলিউডে ট্যালেন্ট মুঘলখ্যাত প্যাট্রিক হুইটসেলের স্ত্রীহুইটসেল ম্যাট ড্যামন, ক্রিশ্চিয়ান বেলের মতো হলিউড তারকার এজেন্টএ নিয়ে খবর প্রকাশ করেছে পেজ সিক্স

এক প্রতিবেদনে পেজ সিক্স জানিয়েছে, হুইটসেলের মাধ্যমেই পরিচয় দুজনের২০১৬ সালের একটি অনুষ্ঠানে তিনজনের একসাথে তোলা ছবিও রয়েছে


শেয়ার করুন

0 facebook: