13 January 2019

ডেনমার্কে ২৫ বছরের মধ্যে বিয়ে না করলে অদ্ভুত শাস্তি!

ছবিঃ সংগৃহিত
আন্তর্জাতিক ডেস্কঃ বয়স ২৫ পেরিয়ে গেছেঅথচ এখনও অবিবাহিতএমন ব্যক্তিদের জন্য ডেনমার্কে অদ্ভুত এক প্রথা চালু রয়েছে

কারও বয়স ২৫ হওয়ার পরও সিঙ্গেল বা একা থাকলে তাদের জন্মদিনে সারা গায়ে দারুচিনির গুঁড়ো ছড়িয়ে দেয়া হয়অনেকে পানিও ছিটিয়ে দেনযাতে দারুচিনির গুঁড়ো গায়ে লেপ্টে যায়এটা করতে কারও অনুমতির প্রয়োজন নেইকেন? যেন মনে করিয়ে দেয়া, এবার বিয়ের বয়স হয়েছেফলে কারও সঙ্গে ঘর বাঁধো

ঘটনাটা কী? কথিত আছে, এমন প্রথার শুরুটা হয়েছিল বহু শতক আগেমশলা বিক্রির জন্য যেসব সেলসম্যান ঘুরে বেড়াতেন চারপাশে, তাদের পক্ষে ঘর-সংসার পাতা প্রায় অসম্ভব হয়ে উঠতোকোনও এক জায়গায় থিতুই যে হতে পারতেন নাএমন অবিবাহিত সেলসম্যানদের পেপার ডুডসবলা হতোঅবিবাহিতাদের পেপার মেইডেননামে ডাকা হতো

পেপার ডুডসবা পেপার মেইডেনদের পথে যাতে ডেনমার্কের তরুণ প্রজন্ম না হাঁটেন, সে জন্যই এই প্রথার তৈরিযেসব সিঙ্গলদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে অথচ সংসারহীন, তাদের গায়ে দারুচিনির গুঁড়ো ছেটানো হয়তবে তিরিশের কোঠা পেরোলে তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠেতখন মরিচের গুঁড়ো ছেটানো হয় তাদের শরীরে

শুধু কি মরিচের গু়ঁড়ো, তার সঙ্গে ডিমও ছোঁড়া হয়যাতে ডিমের সঙ্গে মাখামাখি হয়ে সারা দেহে মরিচের গুঁড়ো আটকে থাকে

এমনটা করার মধ্য দিয়েই তাদের যেন ২৫ বছর বয়সের আগেই ঘর বাঁধার বিষয়ে পরোক্ষভাবে উৎসাহিত করা হয়তবে আবার এটা ভাববেন না যে, ডেনমার্কের সবাই ২৫ বছর বয়সেই বিয়ে করে বসেনবরং উল্টোটাসে দেশে পুরুষদের বিয়ের বয়স গড়ে সাড়ে ৩৪অন্যদিকে নারীরা গড়ে ৩২ বছর বয়সে বিয়ে করেন


শেয়ার করুন

0 facebook: