নিজস্ব প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়া পাড়া থেকে সংঘবদ্ধ বিকাশ প্রতারক চক্রের ৪ সক্রিয় সদস্যকে আজ রোববার ভোররাতে আটক করেছে র্যাব। তাদের নিকট হতে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড, ট্যাব ও পাওয়ার ব্যাংক জব্দ করা হয়।
আটককৃতরা হলো, মিয়া পাড়ার আবু জাফর ফকিরের ছেলে জাকির হোসেন (৩০) ও মৃত শাহজাহান হাওলাদারের ছেলে কামাল হাওলাদার (২৬), পশ্চিম পাতরাইল গ্রামের মৃত বাবু আলী মিয়ার ছেলে মেহেদি হাসান ফয়সাল (৩০) ও মাদারিপুরের শিবচর উপজেলার চর দত্ত পাড়ার মৃত সরোয়ার চৌধুরীর ছেলে টুলু চৌধুরী।
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিবজানান, গত বছরের ১৬ সেপ্টেম্বর ফরিদপুরের জনৈক মো: আশরাফুল ইসলামের নিকট থেকে বিকাশের মাধ্যমে প্রতারণা করে ১ লাখ ১১ হাজার ৯৯৭ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এ ঘটনায় তিনি কোতয়ালী থানায় একটি জিডি করেন। কোতয়ালী থানার জিডি নং-১২৭৩। এরপর তিনি র্যাবের নিকট সহায়তা চেয়ে অভিযোগ দেন।
র্যাব কমান্ডার জানান, ঘটনার তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং প্রতারক চক্র সনাক্ত করা হয়। এরপর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে প্রতারণা চক্রের মূল হোতাসহ ৪ সক্রিয় সদস্যকে আটক করে।
আটককৃতদের কোতয়ালী থানায় হস্তান্তÍর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
খবর বিভাগঃ
অপরাধ
ঢাকা বিভাগ
বিভাগীয় সংবাদ
0 facebook: