![]() |
ফাইল ছবি |
এই মহামেলা যাতে নির্বিঘ্নে শেষ করা যায়, তা নিশ্চিত করতে নবান্ন থেকে সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া ছাড়াও অন্তত ১০ জন মন্ত্রীকে আলাদা দায়িত্বও দেওয়া হয়েছে। তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী।
মেলাপ্রাঙ্গণের নিরাপত্তাও ভীষণ জোরদার করা হয়েছে। ২০টি ড্রোন সারাক্ষণ নজরদারি চালাচ্ছে। রয়েছে ৮০০ সিসি ক্যামেরা। আর সমুদ্রে ভেসে বেড়াচ্ছে উচ্চ-ক্ষমতাসম্পন্ন হাই-স্পিড ভেসেল। মেলা চত্বর ঘিরে রাখা হয়েছে বিশালাকার অনেকগুলো এলইডি স্ক্রিনে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ৮২ জন নিখোঁজ ছিলেন। দুপুরের মধ্যে ৭২ জনকে উদ্ধার করা গিয়েছে। এখনও নিখোঁজ ১০ জন। ছিনতাই-চুরি সহ নানা অভিযোগে গ্রেফতার করা হয়েছে অন্তত ৫০ জনকে। সূত্রঃ এনডিটিভি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: