15 January 2019

ভারতে গরু দত্তক নিলেই সসরকারের পক্ষ থেকে দেয়া হবে বিশেষ সম্মান!

ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ সরকারে যেই আসুক, গো-রাজনীতি থেকে সরে আসার লক্ষণ নেই রাজস্থানেসদ্য ক্ষমতায় আসা কংগ্রেস সরকার এবার ঘোষণা করল, ভবঘুরে গরু দত্তক নিলেই এবার থেকে সরকারের পক্ষ থেকে দেয়া হবে বিশেষ সম্মানপ্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের দিন ওই সম্মানে ভূষিত করা হবে গরু দত্তক নেয়া ব্যক্তিদের

ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সমস্ত জেলার প্রশাসকদের এই মর্মে চিঠি পাঠানো হয়েছেযেখানে বলা হয়েছে, আগ্রহী সাধারণ মানুষ বা সমাজসেবী সংগঠনকে এই দত্তক নেয়ার কাজে যেন জেলাপ্রশাসনও আগ্রহী করে তোলেসেইসমস্ত ব্যক্তি বা সংগঠনকে সরকারি সম্মানের বিষয়টিও ভালো করে বুঝিয়ে বলার নির্দেশও দেয়া হয়েছে

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, অনেকেই আছেন গরুদের দেখভাল করতে উৎসাহীতারা জীবনের বিশেষ দিনগুলিও গো-সেবার মাধ্যমেই সেলিব্রেট করেনএর সঙ্গে সরকারি সম্মানের বিষয়টি যোগ হলে তাতে মানুষের আগ্রহ আরও বাড়বেসূত্র : টাইমস অব ইন্ডিয়া


শেয়ার করুন

0 facebook: