গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. জামিউল হায়দার এ আদেশ দিয়েছেন।
এরপর অভিযুক্ত এএসআই রেজাউল ইসলাম মজুমদারকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মামলার বাদী পক্ষের আইনজীবী জুয়েল দাশ।
তিনি বলেন, গত বছরের ১৩ নভেম্বর রেজাউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। মঙ্গলবার চট্টগ্রামের আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদন করেন আসামি। শুনানি শেষে আদালত জামিন আদেন নামঞ্জুর করেছেন।
এর আগে গত বছর যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ এনে চট্টগ্রাম নগর পুলিশে কর্মরত এএসআই রেজাউল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আদালতে করেন তার স্ত্রী। এরপর তাকে সাময়িক বরখাস্ত করে নগর পুলিশ কর্তৃপক্ষ।
খবর বিভাগঃ
চট্টগ্রাম বিভাগ
বিভাগীয় সংবাদ
0 facebook: