16 January 2019

গত বছর ফিলিস্তিনের ৫০ শিশুকে শহীদ ও ২৮৯০ শিশুকে আহত করেছে ইসরাইল


আন্তর্জাতিক ডেস্কঃ মানবাধিকার সংস্থা মিজান এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর অর্থাৎ ২০১৮ সালে দখলদার ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলি বর্ষণে ৫০ ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে

এ ছাড়াও একই বছরে হানাদার ইসরাইলি সেনাদের গুলির শিকার হয়ে আহত হয়েছে দুই হাজার ৮৯০ ফিলিস্তিনি শিশু

একই প্রতিবেদনে বলা হয়েছে, বর্ণবাদী ইসরাইল ফিলিস্তিনিদের মানবাধিকার বিশেষ করে ফিলিস্তিনি শিশুদের অধিকার লঙ্ঘন জোরদার করে গত বছর গাজায় দু'টি স্কুলে বোমা বর্ষণ করে

ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে দুই হাজার সালে দ্বিতীয় ইন্তিফাদা বা গণ-অভ্যুত্থান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার ৩০০ ফিলিস্তিনি শিশু ইসরাইলি সেনাদের হাতে শাহাদত বরণ করেছেঅথচ ফিলিস্তিনি শিশুরা ইসরাইলি সেনাদের জন্য কোনো হুমকি তৈরি করেনি

ফিলিস্তিনি শিশুদের প্রতি ইসরাইলি নৃশংসতায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে নানা মহলমার্কিন সাংবাদিক রিচার্ড সিলভারস্টোন ইসরাইলকে শিশু-ঘাতক হিসেবে উল্লেখ করে বলেছেন, ফিলিস্তিনি শিশুরা কোনো অপরাধ বা ভুল না করা সত্ত্বেও তাদের হত্যা করছে ও সরাসরি তাদের ওপর হামলা করছে

বিশ্ব সমাজের মেরুদণ্ডহীন, অকার্যকর ও নিষ্ক্রিয় ভূমিকার কারণেই ইসরাইল ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে চরম ঔদ্ধত্য দেখিয়েইসরাইলের জল্লাদ বা কশাই শাসকরা চরম পাশবিকতা দেখিয়ে ঘোষণা করেছে, আরও বেশি ফিলিস্তিনি শিশুদের হত্যা করা উচিত! কিছুকাল আগে ইসরাইলের কথিত শিক্ষামন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, গাজার যেসব ফিলিস্তিনি শিশু ইসরাইলে তথা অধিকৃত ফিলিস্তিনে আগুন-ছড়ানো বেলুন পাঠাচ্ছে তাদের ওপর জঙ্গি বিমান বা ড্রোন দিয়ে সরাসরি হামলা চালাতে হবে! 

শিশু অধিকার সংক্রান্ত কনভেনশনের ১৬ নম্বর ধারা অনুযায়ী শিশুদের সঙ্গে সহিংস আচরণ করা নিষিদ্ধঅথচ ইসরাইলি সেনারা প্রায় প্রতিদিনই নিরপরাধ ফিলিস্তিনি শিশুদের হত্যা অথবা বন্দি করছে ও কারাগারে তাদের ওপর নির্যাতন চালাচ্ছেফিলিস্তিনি শিশুদের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করার লোমহর্ষক খবরও মাঝে মধ্যে প্রকাশ হচ্ছে। 

ফিলিস্তিনিদের ওপর বিশেষ করে ফিলিস্তিনি শিশুদের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞ জাতিগত শুদ্ধি অভিযান ও মানবতার বিরুদ্ধে অপরাধেরই জ্বলন্ত দৃষ্টান্তজাতিসংঘের অযোগ্যতা ও উদাসীনতা ইসরাইলি নৃশংসতা জোরদারে পরোক্ষভাবে উৎসাহ যোগাচ্ছেজাতিগুলোর অধিকার রক্ষার নামে গড়ে-তোলা এই সংস্থাটি ফিলিস্তিনি শিশুদের ওপর ইসরাইলি অপরাধযজ্ঞ অব্যাহত থাকার কথা উল্লেখ করা সত্ত্বেও শিশু-ঘাতক সরকারগুলোর তালিকায় ইসরাইলের নাম তালিকাবদ্ধ করার সাহস পাচ্ছে নাবিশ্ব-সমাজ ও বিশ্বের  মুসলমানরা আর কতকাল ফিলিস্তিনি শিশুদের ওপর ইসরাইলের পাশবিক আচরণ নীরব ও অসহায় দর্শকের মত তাকিয়ে দেখবে ও তা হজম করে যাবে


শেয়ার করুন

0 facebook: