সিলেট প্রতিনিধিঃ বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘দেশের প্রথম ডিজিটাল
সিটি হবে সিলেট। যেখানে
যেকোনও জায়গায় সবাই ওয়াইফাই বিনা পয়সায় পাবে। এগুলো ম্যানেজ করতে আমাদের অনেক দক্ষ
লোক দরকার। যা
বাস্তবায়নে এই আমাদের নবীন শিক্ষার্থীসমাজ এগিয়ে আসবে।’
গতকাল (বুধবার) শাহজালাল
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তি
হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের
আর্থিক অবস্থার এখন অনেক উন্নতি হয়েছে। এখন
দেশে আর কোনও মঙ্গা নেই। আমরা
এখন উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। আমাদের
প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমরা সামাজিক অবস্থানের দিক থেকে অনেক দূর এগিয়ে এসেছি। এর কারণ আমাদের গতিশীল মানুষ এবং আমাদের
খেটে খাওয়া মানুষ। আমরা
বঙ্গবন্ধুর সোনার বাংলার বাস্তবায়ন চাই, যেখানে অন্ন বস্ত্র
বাসস্থান নিশ্চিত থাকবে। গত
দশ বছর যেভাবে দেশের অগ্রগতি হয়েছে আমরা যদি সেভাবে এগিয়ে যাই তবেই আমাদের লক্ষ্য
অর্জিত হবে।’
খবর বিভাগঃ
বিভাগীয় সংবাদ
সিলেট বিভাগ
0 facebook: