![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ মিয়ানমারের পর এখন বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়েও প্রবেশ করছে রোহিঙ্গারা। চলতি মাসে কয়েকদিনে শুধু কুমিল্লার বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় পুলিশের হাতে আটক হয়েছেন ৯১জন। স্থানীয় সচেতন মহল বলছে, দালালের দৌরাত্ম্য আর সীমান্ত নিরাপত্তা জোরদার করা না গেলে, রোহিঙ্গাদের নিয়ে নতুন সংকটে পড়বে বাংলাদেশ।
রোহিঙ্গাদের নিয়ে সংকট বাড়ছে প্রতিনিয়ত। মিয়ানমারের পর এখন ভারত থেকেও পালিয়ে আসতে শুরু করেছে এই দেশহীন জনগোষ্ঠির মানুষ। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর ৩০৮ কিলোমিটার অংশে ভারতের সীমানা। এরমধ্যে ১৩ কিলোমিটার এলাকায় নেই কাঁটাতারের বেড়া। আর এরই সুযোগ নিচ্ছে রোহিঙ্গারা।
চলতি মাসের কয়েকদিনে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বাগড়া, সেনানিবাস এলাকার কাকলী রেস্তোরাঁসহ বেশ কিছু স্থান থেকে প্রায় একশো রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা বলছে, এক শ্রেণির দালালের সহায়তায় তারা বাংলাদেশে প্রবেশ করছে।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে, কক্সবাজার-টেকনাফের মতো দেশের অন্য এলাকায়ও ছড়িয়ে পড়বে রোহিঙ্গারা। যা বড় সংকট সৃষ্টি করবে।
প্রশাসন বলছে, রোহিঙ্গাদের অনুপ্রবেশের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তবে, এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: