28 January 2019

বিয়ের অনুষ্ঠানে নাচের সময় দেয়াল ধসে অন্তত ১৫ জন নিহত

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ পেরুতে বিয়ের অনুষ্ঠান চলার সময় দেয়াল ধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছেএ ঘটনায় আহত হয়েছেন ৩৪ জনরোববার দেশটির এক হোটেলে এ ঘটনা ঘটেপেরুর দমকল বিভাগের প্রধান হোর্হে চাভেজ এ তথ্য নিশ্চিত করেছেন

তিনি জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছেতাদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন তিনি

দক্ষিণ পেরুর আবানকাইয়ের আলহামব্রা হোটেলটির অবস্থান পাহাড়ি একটি ঢালের পাশেযে দেয়ালটি ধসে পড়েছে সেটি ভূমিধস থেকে হোটেলটিকে রক্ষার জন্য তৈরি করা হয়েছিল

এ দূর্ঘটনা সম্পর্কে এখনো আলহামব্রা হোটেল কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি

চাভেজ জানান, মধ্যরাতের পর দেয়ালটি ধসে পড়লে হোটেলের বাগানে ছাউনি দেওয়া একটি অংশ অতিথিদের ওপর ভেঙে পড়েতখন সেখানে অনেকেই নাচছিলেন, তাদের মধ্যে ১৩ জন ঘটনাস্থলেই মারা যান


তথ্যসূত্রঃ রয়টার্স


শেয়ার করুন

0 facebook: