ছবিঃ সংগৃহীত |
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম তীর থেকে ২২ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি সেনাবাহিনী। আটককৃতদের চোখমুখ বেঁধে তুলে নিয়ে যায় ইসরাইলি বাহিনী। সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে দাবি করা হয়। অধিকৃত পশ্চিম তীর ও জেরুসালেমে তালিকাভুক্ত ফিলিস্তিনিদের আটক করতে ইসরাইলি বাহিনী বড় ধরণের গ্রেফতার অভিযান পরিচালনা করছে বলেও তারা জানায়।
ফিলিস্তিনি গণমাধ্যসূত্রে জানা যায়,অভিযান পরিচালনার সময় দখলদার ইসরাইলি বাহিনী ব্যাপক তাণ্ডব চালিয়েছে। তাদের তালিকাভুক্ত ঘরগুলো ছাড়াও নারী ও শিশুদের ওপরও নির্যাতন করেছে ইসরাইলি বাহিনী। আটককৃতদের মধ্যে ১৮ বছরের কম অনেক কিশোরও রয়েছে বলে জানা যায়।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, ইসরাইলের বিভিন্ন কারাগার বা বন্দিশিবিরে ছয় হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন। বন্দিদের মধ্যে ছয়জন পার্লামেন্ট সদস্য, ৫২ জন নারী ও ২৭০ জন শিশু রয়েছেন।
সূত্রঃ আনাদলু ও দ্যা পেলেস্টাইন ইনফরমেশন সেন্টার
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: