14 February 2019

সৌদি যুদ্ধের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পাস


আন্তর্জাতিক  ডেস্কঃ দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসন বন্ধের জন্য মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব পাস করা হয়েছে।

এ প্রস্তাবে সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ বন্ধের পাশাপাশি যুদ্ধে জড়িত সমস্ত মার্কিন সেনাকে এক মাসেরও কম সময়ের মধ্যে দেশে ফেরত নেয়ার দাবি জানানো হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২৪৮টি আর বিপক্ষে ভোট পড়ে ১৭৭টি।

প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্টকে নির্দেশনা দিয়ে বলা হয়েছে যে, যদি আমেরিকার কোনো সেনা ইয়েমেন যুদ্ধে কোনো রকমের ভূমিকা রাখে তাহলে তাদেরকে এই প্রস্তাব পাসের ৩০ দিনের মধ্যে ফেরত আনতে হবে। তবে ইয়েমেনে আল-কায়েদা বিরোধী যুদ্ধে জড়িত সেনারা এর আওতায় পড়বে না।

প্রস্তাবে আশা করা হয়েছে, মার্কিন সিনেটও প্রস্তাবটি পাস করবে তবে কবে সিনেটে ভোটাভুটি হবে তা পরিষ্কার নয়।


শেয়ার করুন

0 facebook: