14 February 2019

ইরাকে আবারও হামলার হুমকি দিল ইসরাইল

নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্কঃ ইহুদিবাদী ইসরাইল আবারও ইরাকে হামলার হুমকি দিয়েছে। ইসরাইলের সামরিক গুপ্তচর সংস্থা আবারও ভিত্তিহীন দাবি করে বলেছে, ইরাকে সামরিক ও ক্ষেপণাস্ত্র কেন্দ্র নির্মাণের চেষ্টা চালাচ্ছে ইরান। এ কারণে দেশটিতে সামরিক অভিযান চালানো হতে পারে।

ইসরাইলি কর্মকর্তারা এর আগেও ইরাকে হামলার হুমকি দিয়েছে। তারা দাবি করেছে, ইরান ইরাকি সংগঠনকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে। ইরান প্রথম থেকেই এসব দাবি প্রত্যাখ্যান করে এসেছে।

ইহুদিবাদী ইসরাইলের দৈনিক জেরুজালেম পোস্ট সম্প্রতি লিখেছে, সিরিয়া ও লেবাননের সঙ্গে ইরানের স্থল যোগাযোগ বিচ্ছিন্ন করতে ইহুদিবাদী ইসরাইল প্রচেষ্টা জোরদার করেছে। এরই অংশ হিসেবে ইরাকে হামলা চালানো হতে পারে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি'র সঙ্গে বৈঠকে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ শাবির অবস্থানে হামলা চালাতে পারে।


শেয়ার করুন

0 facebook: