14 February 2019

ভোটের আগে বাজারে ‘মোদি শাড়ি’


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের এখন বইছে নির্বাচনী হাওয়া। ভোটের প্রচারে নানা ধরনের কৌশল তাতে নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এর আগে  বিয়ের কার্ড থেকে শুরু করে টি-শার্টে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদির ছবি ছিল। তবে এবার আরো বড় চমক নিয়ে হাজির হয়েছে তার দল বিজেপি।

লোকসভা নির্বাচনের আগে বাজারে ‘মোদি শাড়ি’ এনে প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে দলটি। এরই মধ্যে সেই শাড়ি হয়ে উঠেছে ব্যাপক জনপ্রিয়। হটকেকের মতো বিক্রি হচ্ছে ‘মোদি শাড়ি’।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘মোদির ছবি সম্বলিত প্রিন্ট করা শাড়ি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে গুজরাট রাজ্যের সুরাট শহরে।


শেয়ার করুন

0 facebook: