কলকাতায় চার দিন ব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের যোগ দিতে এসে এ কথা জানালেন বাংলাদেশের তথ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে কলকাতার দমদমে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমান বন্দরে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের তথ্যমন্ত্রী হিসাবে প্রথম কলকাতায় এসে খুব ভালো লাগছে। বাঙালিদের কাছে কলকাতার একটি আলাদা তাৎপর্য আছে।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বেসরকারি চ্যানেলগুলো ভারতে প্রদর্শনের ক্ষেত্রে আইনত তেমন কোনও বাধা নেই। কিন্ত প্রক্রিয়াজনিত কিছু জটিলতা রয়েছে। যে কারনে ভারতে বাংলাদেশের চ্যানেলগুলো দেখা যায় না। আশা করছি, সেটা কেটে যাবে শিগগির।’ বিষয়টি নিয়ে তিনি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি।’
হাছান মাহমুদ বলেন, ‘দুই দেশের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা চলছে। খুব শিগগিরই একটা চুক্তি হতে বলে আশা করছি। সেই চুক্তি বাস্তবায়িত হলে বিটিভি ভারতে দেখার সুযোগ সৃষ্টি হবে এবং একই সঙ্গে অন্য চ্যানেল গুলোও দেখা যাবে।’
ভারতে বাংলাদেশ চ্যানেলের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে বাংলাদেশ নাটকের যথেষ্ট আগ্রহ আছে ভারতের দর্শকদের মধ্যে। বাংলাদেশের টিভি চ্যানেলগুলো দেখা না গেলেও ভারতের অনেকেই ইউটিউবের মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় নাটক দেখে থাকেন। সেখানে দাঁড়িয়ে মন্ত্রীর এদিনের আশ্বাস ভারতীয়দের মধ্যেও আশার সৃষ্টি করেছে।
আগামীকাল শুক্রবার কলকাতার নন্দন- ২ প্রেক্ষাগৃহে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় এবং কলকাতার বাংলাদেশ উপদূতাবাস যৌথ উদ্যোগে দ্বিতীয় বছরের মতো বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের সূচনা করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ। চার দিনের এই চলচ্চিত্র উৎসবে মোট বাংলাদেশের ২৩ টি চলচ্চিত্র দেখানো হবে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: