18 February 2019

দুই হাজার পাকিস্তানি বন্দিকে মুক্তি দিল সৌদি


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের কারাগারে বন্দি দুই হাজার পাকিস্তানিকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন যুবরাজ মুহম্মদ বিন সালমান। পাকিস্তানি তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর বরাতে ডন অনলাইন এমন খবর জানিয়েছে।

যুবরাজকে স্বাগত জানিয়ে রোববার রাতে প্রধানমন্ত্রীর ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করেন ইমরান খান। সেখানে এক বিশেষ অনুরোধে তিনি যুবরাজকে বলেন, সৌদি আরবে তিন হাজার পাকিস্তানি বন্দি রয়েছেন। তারা খুবই দরিদ্র। দেশে পরিবার-পরিজনকে ফেলে রেখে তারা কাজের খোঁজে সেখানে গিয়েছেন। যদি তাদের বিষয়টি আপনি বিবেচনায় নিতেন।

এসময় যুবরাজ বলেন, সৌদি আরবে আমাকেই পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে বিবেচনা করবেন। ইমরান খান বলেন, সৌদি আরবে প্রায় ২৫ লাখ পাকিস্তানি শ্রমিক রয়েছেন। তারা বর্তমানে দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন। এসব শ্রমিকরা নিজেদের পরিবার সন্তানাদি ফেলে সৌদি আরকে কাজের খোঁজে যান। বছর কিংবা মাসের পর মাস তারা পরিবার থেকে দূরে থাকেন।

জবাবে এমবিএস নামে পরিচিত যুবরাজ বলেন, আমি পাকিস্তানকে না বলতে পারি না। যতটা সম্ভব তাদের জন্য কাজ করব। এসব শ্রমিককে যেন তিনি নিজদেরই মনে করেন বলে যুবরাজকে অনুরোধ করেন ইমরান। তিনি বলেন, সৌদি আরবের নাগরিকরা পাকিস্তানের ভাই। কষ্টের সময় যেন তাদের প্রতি একটু সুনজরে দেখা হয়, এটাই আমার অনুরোধ।

রোববার দুই দিনের সফরে পাকিস্তানে গিয়েছেন সৌদি যুবরাজ মুহম্মদ বিন সালমান। তিনি বলেন, আসছে দিনগুলোতে পাকিস্তানের অর্থনীতি নিয়ে আমি আশাবাদী।


শেয়ার করুন

0 facebook: