আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র বায়তুল মুকাদ্দাস শরীফ শহরের হিব্রু বিশ্ববিদ্যালয়ের আরব অধ্যাপক নাদেরা শালহুব কেভোরকিয়ান জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইলের সেনারা নিরপরাধ ফিলিস্তিনি শিশুদের ওপর অস্ত্র পরীক্ষা করছে। এসব পরীক্ষার মাধ্যমে ইহুদিবাদী সেনারা নিশ্চিত হচ্ছে যে, কোনটি সবচেয়ে শক্তিশালী ও কার্যকর অস্ত্র।
কলম্বিয়া বিশ্ববিদালয়ে গত মঙ্গলবার দেয়া এক বক্তৃতায় অধ্যাপক নাদেরা শালহুব বলেন, ইসরাইলের প্রতিরক্ষা কারখানাগুলোর পরীক্ষাকেন্দ্র হয়ে উঠেছে ফিলিস্তিনির ভূখণ্ড। তিনি বলেন, “ইসরাইলি সেনারা পরীক্ষা করছে কোন বোমা তারা ব্যবহার করবে, কোন গ্যাস কিংবা স্টিঙ্ক বোমা ব্যবহার করা হবে। তারা আমাদের ওপর প্ল্যাস্টিকের ব্যাগ রাখবে নাকি কাপড়ের ব্যাগ রাখবে, তারা রাইফেল দিয়ে গুলি করবে নাকি বুট দিয়ে লাথি মারবে- তারাই তা ঠিক করছে।”
‘ফিলিস্তিনের জেরুজালেম শহরে সহিংসতার প্রযুক্তি’ শীর্ষক এক গবেষণার ভিত্তিতে অধ্যাপক নাদেরা এসব তথ্য তুলে ধরেন। হিব্রু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সময় তিনি ওই গবেষণা করেন। অধ্যাপক নাদেরার এ বক্তৃতার নিন্দা করে নি হিব্রু বিশ্ববিদ্যালয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: