ফাইল ছবি |
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের যুবরাজ মুহম্মদ বিন সালমান দুদিনের সফরে ভারতে যাচ্ছেন। আজ মঙ্গলবার থেকে এ সফর শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি জানায়, দুদিনের এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও সালমান দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে সাক্ষাৎ করবেন।
সৌদি আরব ভারতের চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক মিত্র। ভারতের অপরিশোধিত তেলের ২০ শতাংশই আসে সৌদি আরব থেকে।
ভারতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সৌদ মুহম্মদ আল সাতি ভারতে প্রথমবারের মতো হতে চলা সালমানের এ সফরকে সৌদি আরবের জন্য ঐতিহাসিক সম্ভাবনা বলে অভিহিত করেছেন। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সব ক্ষেত্রেই পারস্পরিক সহায়তার পরিসর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
জ্বালানি, বাণিজ্য বিনিয়োগসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট আরো বেশ কিছু বিষয় এ সফরে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এ সফরে ভারতে প্রাথমিকভাবে বিনিয়োগের ঘোষণা করতে পারেন সৌদি যুবরাজ।
এ ছাড়া সম্প্রতি পুলওয়ামা হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের মনোভাব ও দেশটির সঙ্গে ভারতের নিরাপত্তাবিষয়ক ব্যাপারে এ সফরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: