আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবকে তাকফিরি সন্ত্রাসবাদের ‘আসল গডফাদার’ বলে অভিহিত করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি তিনি সোমবার এ মন্তব্য করেন।
সৌদির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের ইরানকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য অভিযুক্ত করার পর বাহরাম কাসেমি এসব কথা বললেন।
বাহরাম কাসেমি বলেন, সৌদি আরব আঞ্চলিক দেশগুলো ও সারা বিশ্বে সংগঠিত তাকফিরি সন্ত্রাসবাদকে রপ্তানি করে। মৌলবাদী আদর্শের লালনক্ষেত্র হিসেবে সৌদি আরব অন্য কোনো দেশকে সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করার যোগ্যতা হরিয়েছে বলেও বাহরাম কাসেমি মন্তব্য করেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: