01 March 2019

পবিত্র কোরআন শরীফের হাফেজ হলেন ৯০ বছরের বৃদ্ধা!


আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে ৯০ বছর বয়সী হামাদিয়া জায়ায মুসা নামের এক বৃদ্ধা পবিত্র কোরআন শরীফের হাফেজ হয়েছেন! ১৯২৯ সালে তিনি জন্মগ্রহণ করেন হামাদিয়া।

বর্তমানে তিনি ঠিকমতো চোখে দেখতে পান না চলাফেরা করতে সহযোগী লাগে তার। আর এ বয়সে তিনি পবিত্র কোরআন শরীফ মুখস্ত করে বিশ্বে তাক লাগিয়ে গড়লেন বিশ্বরেকর্ড।

একটি আরবীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দীর্ঘ ৬ বছরের অক্লান্ত পরিশ্রমে হামাদিয়া কোরআন হেফজ করতে সক্ষম হন। ইরাকের এক পবিত্র কোরআন শরীফ প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত যেতেন হামাদিয়া। তিনি এ প্রশিক্ষণ প্রকল্পের একজন একনিষ্ঠ অংশগ্রহণকারী ছিলেন। নিয়মিত অধ্যয়নের ফলে তিনি ৯০ বছর বয়সে পবিত্র কোরআন শরীফের হাফেজা হওয়ার অনন্য রেকর্ড করেন।

জানা গেছে, ওই প্রকল্পের অধীনে ইরাকের বিভিন্ন শহরের প্রায় ৪ হাজার ৬০০ নারী ও পুরুষ এখন পর্যন্ত পবিত্র কোরআন শরীফের হাফেজ হয়েছেন। এসব শিক্ষার্থীর মধ্যে অনেকেই বেশ বয়স্ক।


শেয়ার করুন

0 facebook: