স্বদেশবার্তা ডেস্কঃ ইয়াবা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠায় নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকা রেঞ্জের ডিআইজি ও নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে নারায়ণগঞ্জ সদর থানার ওসি কামরুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে নির্দেশে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুহম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার (৪ মার্চ) এ আদেশ দেন।
এছাড়া আগামী এক মাসের মধ্যে এ মামলার তদন্ত শেষ করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশও দিয়েছেন আদালত। গত ২৪ ফেব্রুয়ারি ইয়াবার মামলায় আটক আসামি পুলিশ সদস্য আসাদুজ্জামানের জামিন শুনানি নিয়ে বিষয়টি আদালতে নজরে আসে। তখন আদালত এ মামলার বর্তমান তদন্ত কর্মকর্তাকে তলব করে আদেশ দেন। গত ২৬ ফেব্রুয়ারি এ মামলার বর্তমান তদন্তকারি কর্মকর্তা ঢাকার বাইরে বিশেষ অভিযানে থাকায় এ মামলার সাবেক একজন তদন্ত কর্মকর্তা (সিআইডি) মেহেদী মাকসুদ আদালতে হাজির হন। তখন আদালত এ মামলার তদন্ত কর্মকর্তাকে আজ সোমবার হাজির হওয়ার নির্দেশ দেন।
তিনি হাজির হলে তার বক্তব্য শুনে নারায়ণগঞ্জ সদর থানার ওসি কামরুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দেন। এ মামলা সুত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ মার্চ নারায়ণগঞ্জ ডিবি পুলিশ সদর থানার একজন এএসআই মোহাম্মদ সরওয়ার্দীর বাসা থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও ৫ লাখ টাকা উদ্ধার করে। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি পুলিশ সদস্য আসাদুজ্জামান ও মোহাম্মদ সরওয়ার্দী আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দিতে বলেন, এটি তারা নারায়ণগঞ্জ সদর থানার ওসির নির্দেশে করেছেন। তার নির্দেশেই টাকা ও ইয়াবা রেখে আসামিদের ছেড়ে দিয়েছেন। সূত্রঃ চ্যানেল 24
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
0 facebook: