04 March 2019

চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে


স্বদেশবার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠী ও মাউন্ট এলিজাবেথের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ তাকে সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার (৪ মার্চ) দুপুরে সাড়ে তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয়। পরে সেখানে রাখা মাউন্ট এলিজাবেথ হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্স ওবায়দুল কাদেরকে  সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করে।

এর আগে দুপুরে আড়াইটার দিকে ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা শারীরিক নিয়ে কথা বলেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।তিনি জানান, গতকালের চেয়ে আজকের অবস্থা কিছুটা ভালো হওয়ায় তাকে সিঙ্গাপুর স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।

ডা. কনক কান্তি বড়ুয়া জানান, 'বিদেশ থেকে আসা হৃদরোগ বিশেষজ্ঞ দল বিএসএমএমইউ'র হৃদরোগ চিকিৎসকদের চিকিৎসায় সন্তুষ্ট প্রকাশ করেছেন। তাঁরা জানান, এর চেয়ে বেশি কিছু ইউরোপ আমেরিকাতেও এর চেয়ে বেশি কিছু করার নাই।' এর আগে গতকাল রাতে সিঙ্গাপুর থেকে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসেন। ওবায়দুল কাদেরকে দেখার পর দুই দেশের চিকিৎসকেরা জানান, তিনি এখনো শঙ্কামুক্ত নন। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আপাতত দেশেই তার চিকিৎসা চলবে।

গতকাল রোববার (৩ মার্চ) সকাল ওবায়দুল কাদের অসুস্থ্ বোধ করলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসার এক পর্যায়ে হার্ট অ্যাটাক হয় তার। এনজিওগ্রামে দেখা যায় হৃদপিন্ডের রক্তনালীতে তিনটি ব্লক। তাৎক্ষণিক সিদ্ধান্তে একটি ব্লক অপসারণও করেছেন চিকিৎসকরা।


শেয়ার করুন

0 facebook: