আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি সিংহাসনের উত্তরাধিকার যুবরাজ মুহম্মদ বিন সালমানকে 'গ্যাংস্টার' আখ্যা দিয়েছেন দুই মার্কিন সিনেটর। রিয়াদে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত জন আবিজাইদের নিয়োগ চূড়ান্ত বিষয়ে সিনেটের শুনানিতে এ মন্তব্য করেন তারা।
ইয়েমেনে অন্যায় যুদ্ধ, নারী অধিকার কর্মি নিপীড়ন ও খাশোগি হত্যার ঘটনায় যুবরাজের কড়া সমালোচনা করেন সিনেটর মার্কো রুবিও এবং রন জনসন। আর সিনেটর বব মেনেন্দেজ জানান, খাশোগি ইস্যুতে সৌদির ওপর নতুন অবরোধ আরোপের বিষয়ে আলোচনা করেছেন তারা।
এদিকে, সিনেট ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান জিম রিস বলেন,কৌশলগতভাবে সৌদি আরব গুরুত্বপূর্ণ মিত্র, কিন্তু তাকে মার্কিন মূল্যবোধকে সম্মান জানাতে হবে। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকেই রিয়াদে কোনো মার্কিন রাষ্ট্রদূত ছিলো না।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: