10 March 2019

উপজেলায় প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ সংঘর্ষ, জাল ভোট দেয়া ও কম ভোটার উপস্থিতিতে শেষ হলো প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণদেশের ৭৮টি উপজেলায় রোববার সকাল ৮টায় একযোগে ভোট শুরু হয়শেষ হয় বিকাল ৪টায়এখন চলছে ভোট গণনা

দেশের বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেয়া ও প্রভাব বিস্তারে কোথাও কোথাও সংঘর্ষ ঘটেএর ফলে কিছু উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোট স্থগিত করা হয়তবে কম ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

প্রথম ধাপে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ২৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেনতাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন

৭৮ উপজেলা গুলো হলো- রংপুর বিভাগের পঞ্চগড় সদর উপজেলা, আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া; কুড়িগ্রামের ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, উলিপুর, নাগেশ্বরী, রাজারহাট, রাজিবপুর, কুড়িগ্রাম সদর, চিলমারী ও রৌমারী উপজেলা; নীলফামারী সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা এবং লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলা

ময়মনসিংহ বিভাগের জামালপুর সদর, সরিষাবাড়ী, ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা এবং নেত্রকোণা সদর, বারহাট্টা, দুর্গাপুর, খালিয়াজুরী, মোহনগঞ্জ, কেন্দুয়া, কলমাকান্দা ও মদন উপজেলাসিলেট বিভাগের সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, শাল্লা, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা এবং হবিগঞ্জ সদর, বাহুবল, মাধবপুর, চুনারুঘাট, লাখাই, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলা; জয়পুরহাট সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলা; নাটোরের বাগাতিপাড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর ও সিংড়া; রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ী, মোহনপুর, বাগমারা, পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট ও বাঘা উপজেলা

৭৮ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০ জনমোট ভোটকেন্দ্র পাঁচ হাজার ৮৪৭টিপ্রথম ধাপে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান ২০৭ জন, ভাইস-চেয়ারম্যান ৩৮৬ জন এবং নারী ভাইস-চেয়ারম্যান ২৪৯ জন


এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট, বাম গণতান্ত্রিক ফ্রন্ট ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও জোট অংশগ্রহণ থেকে বিরত রয়েছে। সূত্রঃ যুগান্তর


শেয়ার করুন

0 facebook: