![]() |
সেখানে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের একটি অফিসও রয়েছে। বিশাল এলাকাজুড়ে অন্তত ১০টি ইট ও খোয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ফ্যাক্টরির ৬ দশমিক ১৭ একর জমির প্রায় পুরোটাই প্রভাবশালীদের দখলে। সামনের অংশে বিশাল ময়লার ভাগাড়। ভেতরে একটি দোতলা ভবনে রয়েছে আনসার ক্যাম্প। শুক্রবার উজালা ম্যাচ ফ্যাক্টরিতে গিয়ে এমন চিত্রই চোখে পড়ে।
পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম সাময়িকভাবে সরিয়ে নিতে টাস্কফোর্সের অভিযানের আগের দিন ২৭ ফেব্রুয়ারি দুটি স্থান নির্ধারণ করেছে শিল্প মন্ত্রণালয়। এর একটি ঢাকার কদমতলীর শ্যামপুরের উজালা ম্যাচ ফ্যাক্টারি। অপরটি গাজীপুরের টঙ্গীর কাঁঠালদিয়ায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) খালি জায়গা।
জানা যায়, কাঁঠালদিয়ার স্থানটি খালি বলা হলেও সেখানে গড়ে উঠেছে বস্তি। ওই বস্তিতে প্রায় ৫০০ পরিবার বসবাস করছে। কেমিক্যাল সরিয়ে নিতে নির্ধারিত জায়গা প্রস্তুত না করেই উচ্ছেদ অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে গঠিত টাস্কফোর্স। এ কারণে অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
কেমিক্যাল গোডাউন স্থানান্তরেরর নির্ধারিত দুটি স্থানের এ অবস্থা সম্পর্কে জানতে চাইলে শিল্প সচিব আবদুল হালিম বলেন, এটাকে আমরা বেদখল বলছি না। বিশেষ করে উজালা ম্যাচ ফ্যাক্টরিতে আমি নিজেও গিয়েছি। সেখানে ট্রাক রাখা আছে। ট্রাকতো আর স্থায়ী কোনো স্থাপনা নয়। সুতরাং এটাকে বেদখল বলা যাবে না। তাছাড়া দুটি স্থানকে কেমিক্যাল রাখার জন্য প্রস্তুত করতে সব ধরনের প্রচেষ্টা নিয়েছি। দ্রুতই আমরা সেখানে কার্যক্রম শুরু করতে পারব।
সংশ্লিষ্টরা বলছেন, জায়গা প্রস্তত না করে অভিযান চালানোর কারণে ব্যবসায়ীরা ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় কেমিক্যাল সরিয়ে নিচ্ছেন। অনেকে বাসাবাড়িতে কেমিক্যাল রাখছেন। বিশেষজ্ঞরা বলছেন, জায়গা প্রস্তুত না করে এভাবে অভিযানে ঝুঁকি আরও বাড়ছে। পুরান ঢাকা থেকে কেমিক্যাল সরিয়ে নেয়া যেমন জরুরি, তেমনি সেই কেমিক্যাল নতুন করে সমস্যার সৃষ্টি করছে কিনা তাও দেখতে হবে। জায়গা প্রস্তত না করে অভিযানের কারণে ব্যবসায়ীরা যত্রতত্র কেমিক্যাল সরিয়ে নেয়া শুরু করায় ঝুঁকির আশঙ্কা থেকেই যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. ইয়াসির আরাফাত খান বলেন, একটা সুন্দর পলিসি তৈরির আগে যদি এভাবে অভিযান চলতে থাকে তবে ব্যবসায়ীরা কেমিক্যাল অন্যত্র রাখবেন; যা ঝুঁকিপূর্ণ। তাই অভিযানের আগে কেমিক্যাল রাখার জন্য স্থায়ী স্থাপনা তৈরি করা উচিত। ব্যবসায়ীদের নির্দিষ্ট করে নীতিমালার বিষয়টিও বুঝিয়ে দেয়া উচিত। নতুন স্থানে কেমিক্যাল কিভাবে রাখতে হবে সেটা বলে দিতে হবে। তড়িঘড়ি করে এভাবে অভিযান না চালিয়ে একটি পরিকল্পনা করে রোডম্যাপ তৈরি করে স্থানান্তরের কাজ সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘অতি দাহ্য ২৯টি কেমিক্যালের বিরুদ্ধে অভিযান চলছে। অন্যান্য কেমিক্যালের বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরে অভিযান চলবে।’ সরেজমিন পুরান ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কেমিক্যাল সরিয়ে নেয়ার বিষয়টি এখনও তাদের কাছে স্পষ্ট নয়। সরকার বলছে, দুটি স্থান নির্ধারণ করা হয়েছে। কিন্তু কোন প্রক্রিয়ায় সেখানে কেমিক্যাল সরিয়ে নেয়া হবে এবং কারা নিতে পারবে- এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আবার স্থান নির্ধারণ করা হলেও সেখানে কেমিক্যাল স্থানান্তরের প্রক্রিয়া এখনও সরকার শুরু করেনি।
অথচ কেমিক্যাল ও প্লাস্টিকের গোডাউনে টাস্কফোর্সের অভিযান চলছে। তাই ব্যবসায়ীরা বাধ্য হয়ে যেখানে পারছেন সেখানেই গুদাম সরিয়ে নিচ্ছেন। সোয়ারীঘাট এলাকার কেমিক্যাল ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, সরকার কেমিক্যাল সরিয়ে নিতে সাময়িকভাবে স্থান নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এ বিষয়ে ব্যবসায়ীদের স্পষ্ট করে কিছু বলা হয়নি।
কারা সেখানে কেমিক্যাল সরাতে পারবে, কারা পারবে না এ বিষয়ে কিছু জানায়নি। জায়গা প্রস্তুত কিনা তাও জানানো হয়নি। এ অবস্থায় টাস্কফোর্সের অভিযান চলছে। তিনি বলেন, পুরো কাজটি যথাযথ প্রক্রিয়ার মধ্যে হওয়া উচিত। বহুমুখী চাপে অনেক ব্যবসায়ী ঢাকার আশপাশের বিশেষ করে কেরানীগঞ্জ, ডেমরা, টঙ্গী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে কেমিক্যাল মজুদ করছেন।
ব্যবসায়ীরা যে কোনো উপায়ে তাদের কেমিক্যাল রক্ষা করার চেষ্টা করছেন। যারা পারছেন না তাদের কেমিক্যাল এখনও পুরান ঢাকাতেই আছে। তবে তড়িঘড়ি কোনো কাজ ভালো ফল বয়ে আনবে না। জানতে চাইলে বাংলাদেশ এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তারেক হোসেন বলেন, কেমিক্যাল উচ্ছেদে সরকারের আরও একটু সময় নেয়া দরকার ছিল।
অভিযানের আগে সরকারের উচিত ছিল বিকল্প স্থানের বিষয়ে স্পষ্ট করা। দুটি স্থান নির্ধারণ করে দিলেও সেখানে কিভাবে স্থানান্তর হবে এ বিষয়ে কিছুই বলা হয়নি। আর অতি দাহ্য কেমিক্যালের বিরুদ্ধে অভিযানের কথা বলা হলেও অন্য কেমিক্যাল উচ্ছেদেও অভিযান চলছে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: