12 March 2019

সিরিয় শিশুদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর ছিল ২০১৮ঃ ইউনিসেফ


আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ঘোষণা করেছে, সিরিয়ার শিশুদের জন্য গত ২০১৮ সাল ছিল সবচেয়ে প্রাণঘাতীইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিতা ফুরে এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ায় ২০১৮ সালে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলায় এক হাজার ১০৬ টি শিশু নিহত হয়েছে২০১১ সালে সহিংসতা শুরুর পর সিরিয়ায় এক বছরে এত বেশি শিশু আর প্রাণ হারায় নি

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহত শিশুর প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশিও হতে পারেকারণ সব মৃত্যুর তথ্য হয়তো জাতিসংঘের কাছে আসে নি

ইউনিসেফের বিবৃতিতে বলা হয়েছে, এখনও সিরিয়ার অনেক এলাকায় শিশুরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেইদলিবের পরিস্থিতি তুলে ধরে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে সেখানে ৫৯টি শিশু নিহত হয়েছে

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছেইহুদিবাদী ইসরাইলের স্বার্থ নিশ্চিত করতে মুসলিম বিরোধী বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে এ কাজ করা হয়েছে


শেয়ার করুন

0 facebook: