12 March 2019

নিষিদ্ধ ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে আমেরিকা


আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সঙ্গে আইএনএফ চুক্তি বাতিল করার পর আমেরিকা নিষিদ্ধ ঘোষিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছেমার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে

পেন্টাগনের মুখপাত্র মিশেল বালডানজে গতকাল (সোমবার) জানান, মার্কিন সামরিক বাহিনী ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পার্টস তৈরি করছে

রাশিয়ার সঙ্গে তিন মাসের জন্য মার্কিন প্রশাসন আইএনএফ চুক্তি স্থগিত করার কয়েকদিন পরই পেন্টাগন এ পদক্ষেপ নিলওয়াশিংটন বলেছে, রাশিয়া যদি সম্পূর্ণভাবে ৯এম-৭২৯ ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা বন্ধ না করে তাহলে মস্কো এ চুক্তি থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে

আমেরিকা অভিযোগ করে আসছে, ছয় বছরের বেশি সময় ধরে রাশিয়া আইএনএফ চুক্তি লঙ্ঘন করে আসছে১৯৮৭ সালে যখন এ চুক্তি সই হয় তখন পরমাণু বোমা বহনে সক্ষম ভূমি থেকে নিক্ষেপযোগ্য ৫০০ থেকে সাড়ে ৫,৫০০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ করা হয়তবে মস্কো সবসময় এসব অভিযোগ নাকচ করে আসছে


শেয়ার করুন

0 facebook: