17 March 2019

নিজের নামের সাথে ‘চৌকিদার’ যুক্ত করলেন মোদী


আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৪ সালে ক্ষমতায় আসার পর একাধিকবার নিজেকে চৌকিদার বলে উল্লেখ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেএ বার নামের সঙ্গেও চৌকিদারজুড়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীনিজের টুইটার হ্যান্ডলের নাম বদলে চৌকিদার নরেন্দ্র মোদীকরেছেন তিনিসেই দেখে কেন্দ্রীয় মন্ত্রীরাও নিজ নিজ টুইটার হ্যান্ডল বদলে ফেলেছেন

শুরুতে নিজের টুইটার হ্যান্ডল অপরিবর্তিতই রেখেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীতবে রোববার দুপুর সাড়ে ৩টা নাগাদ তিনিও নামের আগে চৌকিদার শব্দটি বসিয়ে নেনতার কিছু ক্ষণের মধ্যে টুইটারে নামের সঙ্গে চৌকিদার জুড়ে নেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও

২০১৪ সালে ক্ষমতায় আসার পর একাধিকবার নিজেকে চৌকিদার বলে উল্লেখ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেরাফাল দুর্নীতি নিয়ে তাকে আক্রমণ করতে তাই চৌকিদার চোর হ্যায়স্লোগান বেছে নিয়েছিলেন কংগ্রেস সভাপতি

আসন্ন লোকসভা নির্বাচনের আগে তার পাল্টা হিসাবে সম্প্রতি #ম্যায় ভি চৌকিদার ট্রেন্ড শুরু করেন মোদীটুইটারে লেখেন, ‘আমি একা নইদুর্নীতির বিরুদ্ধে লড়ছেন যারা, তারা সকলেই চৌকিদারতার পর আচমকাই টুইটার হ্যান্ডলে নিজের নাম বদলে ফেলেন নরেন্দ্র মোদী

তাকে দেখে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, রেলমন্ত্রী পীযুস গয়াল, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগতপ্রকাশ নাড্ডাও টুইটারে নিজেদের নামের আগে চৌকিদার বসিয়ে নেন


শেয়ার করুন

0 facebook: