27 March 2019

এখনও উত্তেজনা বিরাজ করছে হামলা চালালে প্রস্তুত আছিঃ ইমরান

ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর ইস্যুতে এখনও উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তান সীমান্তে। এমন পরিস্থতিতে পাকিস্তানে আবার হামলা চালাতে পারে ভারত। মঙ্গলবার সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এমনই মন্তব্য করেছেন।

ইমরান খান বলেন, সাধারণ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারত উত্তেজনা জিইয়ে রাখবে। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা এখনও কাটেনি। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসন ভোটের আগে আরও একটি ‘ভুল অভিযান’ চালাতে পারে।

ইমরান এ দিন আরও বলেন, ‘বিপদ এখনও কাটেনি। ভারতের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক থাকবে। তবে ভারতের দিক থেকে কোন রকম আক্রমণ হলে আমরা পাল্টা প্রত্যাঘাতের জন্য প্রস্তুত আছি।’


শেয়ার করুন

0 facebook: