![]() |
ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ কক্সবাজারে
পৃথক স্থানে বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা
বাহিনী জানিয়েছে, নিহতদের দুইজন মাদক ব্যবসায়ী ও অপর দুইজন জলদস্যু।
বিজিবি
জানায়, মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসার সময় কক্সবাজারের টেকনাফের নাফ নদীর সীমান্তে
গোলাগুলিতে নিহত হয় ২ ইয়াবা ব্যবসায়ী। জেলার পেকুয়া উপজেলায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে
মারা গেছে ২ জন। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দাবি তারা জলদস্যু।
এদিকে,
রাজধানীর ভাষানটেকে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন শফিক নামে এক ব্যক্তি।
শফিক নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর। এ ঘটনায় আটক হয়েছে
২ জন। ঘটনাস্থল থেকে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি করা হয়েছে। এছাড়া গাজীপুরের টঙ্গীতে
বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারী নিহতের দাবি করেছে পুলিশ।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
0 facebook: