01 April 2019

অগ্নি দুর্ঘটনা রোধে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা


স্বদেশবার্তা ডেস্কঃ বনানী এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে ২৬ জনের প্রাণহানির ঘটনায় মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে। সকালে, সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রস্তাব গৃহীত হয়।

এসময় প্রধানমন্ত্রী বলেন, শিল্প কারখানার মতো বহুতল বাণিজ্যিক ভবনেও অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে। এবং তা প্রতিবছর নবায়ন করারও নির্দেশ দেন তিনি। ঝুঁকিপূর্ণ বহুতল ভবন চিহ্নিত করতে রাজউকের অভিযানের রিপোর্টের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

বনানীর আগুনের ঘটনায় পানির অভাব দেখা দেয়ায় রাজধানীর চারপাশের জলাধারগুলো রক্ষা এবং নতুন জলাধার তৈরির বিষয়ে আলোচনা হয় মন্ত্রিসভায়। সেইসাথে সব ভবনেই একাধিক জরুরি বহির্গমনের ব্যবস্থা রাখার পরামর্শ দেয়া হয়।

অনেক জায়গায় ইলেক্ট্রনিক পদ্ধতিতে দরজা নিয়ন্ত্রণ করা হয়। ফায়ার এক্সিট যেন সব সময় ওপেন থাকে, অর্থাৎ ম্যানুয়ালি যেন তা খোলা যায়। জরুরি প্রয়োজনে মানুষ যেন বহুতল ভবন থেকে তারপুলিনের মাধ্যমে ঝুলে নামতে পারে, সেই পদ্ধতি চালু করা। প্রতিটি হাসপাতাল ও স্কুলে বারান্দাসহ খোলা জায়গা রাখা। ভবনে আগুন লাগলে লিফট ব্যবহার না করা। প্রতিটি ভবনে কমপক্ষে দুটি এক্সিটওয়ে রাখা রাখাসহ বিভিন্ন নির্দেশনা দেয়া হয়  মন্ত্রিসভায়।


শেয়ার করুন

0 facebook: