31 March 2019

দ্রুত ব্যবসা শুরুর সুযোগ চান ডিএনসিসি মার্কেটে পুড়ে যাওয়া দোকানের মালিকরা


স্বদেশবার্তা ডেস্কঃ দশ-পনেরো দিনের মধ্যে পুনরায় ব্যবসা শুরুর সুযোগ চান, রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটে পুড়ে যাওয়া দোকানের মালিকরা।

২০১৭ সালের আগুনেও পুড়েছিলো গুলশানে ডিএনসিসি কাঁচাবাজারে মামুনের ক্রোকারিজের দোকান। গতকাল শনিবারও (৩০ মার্চ) একই পরিণতি হয় দোকানটির। গুলশান ১ এর ডিএনসিসি কাঁচাবাজারে আব্দুস সালামের ছিল ৭টি দোকান। দুই বছরের ব্যবধানে দুবার আগুনের ছোবলে প্রায় নিঃস্ব তিনি।

ডিএনসিসি মার্কেটের ফাঁকা জায়গায় রোববার ভিড় করেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। আংশিক ক্ষতিগ্রস্ত ক্রোকারিজ পণ্য বিক্রি করার চেষ্টা তাদের। যা অর্ধেকেরও কম দামে কিনে নিচ্ছেন অনেকে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক-কর্মচারীদের ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ১০ হাজার করে টাকা ও কর্মচারীদের ৩০ কেজি করে চাল দেবে সরকার।

দ্রুতই ব্যবসা শুরু করতে চান, দোকান মালিকরা। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার ও উত্তর সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান তারা। এখানে বহুতল ভবন হলে, তা মেনে নেয়ার ঘোষণাও দেয়, ডিএনসিসি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি। তবে, এক্ষেত্রে অন্যান্য দাবি মানার আহবান জানান।


শেয়ার করুন

0 facebook: