23 April 2019

ফিলিপাইনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এতে এখন পর্যন্ত আহত হয়েছেন ৮১ জন এবং নিখোঁজ রয়েছেন অন্তত ২৪ জন।

সোমবার (২২ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটে লুজনে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো মাত্র ৪০ কিলোমিটার।

প্রাথমিকভাবে রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৩ বলা হলেও পরে তা কমিয়ে ৬ দশমিক ১ বলা হয়।


শেয়ার করুন

0 facebook: