23 April 2019

মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিকের জামিন আবেদন বাতিল

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের কারাগারে আটক রয়টার্সের দুই সাংবাদিকের করা জামিন আবেদন বাতিল করেছে দেশটির উচ্চ আদালত। এর আগে নিন্ম আদালতে তাদের জামিন বাতিল করা হয়েছিল।

গত বছরের (২০১৮ সাল) সেপ্টেম্বরে রাষ্ট্রীয় তথ্য ফাঁসের অভিযোগে তাদের ৭ বছরের কারাদন্ড দেয়া হয়েছিল। উচ্চ আদালতের এই রায়ের পর বিশ্বব্যাপি ব্যাপক সমালোচনার ঝড় উঠে। তবে রায়ের ব্যাপারে আনুষ্ঠানিক মন্তব্য করেনি দেশটির কর্তৃপক্ষ। যদিও দুই সাংবাদিকের আইনজিবী বলেন, এ রায় দেশের বাকস্বধীনতার চরম লঙ্ঘন। ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার বিষয়ে তথ্য ফাঁসের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

প্রায় ১৬ মাস ধরে তারা কারাগারে আটক রয়েছেন।


শেয়ার করুন

0 facebook: