![]() |
স্টাফ রিপোর্টার॥ মাগুরা সদর উপজেলার বাগবাড়িয়া হাফেজি মাদ্রাসার ছাত্র হাবিবুল্লাহ হাবিবকে (১৫) গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা হয়। এ মামলায় নাঈম মোল্যা (১৮) নামে এক যুবককে মাগুরার সদর উপজেলার জগদল মাধবপুর গ্রামের নানাবাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নাঈম মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামের মিন্টু মোল্যার ছেলে। সে ওই মাদ্রাসার প্রাক্তন ছাত্র।
মাগুরা পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান জানান, নাঈম পূর্বের লেখাপড়ার সূত্রে এ মাদ্রাসায় এসে মাঝে মাঝে থাকতো। সম্প্রতি ওই মাদ্রাসা থেকে তার একটি মোবাইল চুরি হয়। পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ সেটি উদ্ধার করে নাঈমকে ফেরত দেয়।
কিন্তু এ ঘটনার জন্যে হাবিবুল্লাহকে দায়ি করে তাকে মারার জন্য সুযোগ খোঁজতে থাকে নাঈম। ঘটনার দিন ৫ জুলাই হাবিবুল্লাহ গরমের কারণে তার কয়েকজন সহপাঠী নিয়ে ওই মাদ্রাসার মসজিদের বারান্দায় ঘুমিয়ে ছিল। এই সুযোগে গভীর রাতে মসজিদের বারান্দায় হাবিবুল্লাকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করে নাঈম। হামলার স্বীকার হাবিবুল্লাহ ঘুম ভেঙ্গে চিৎকার দিলে নাঈম পালিয়ে যায়। হাবিবুল্লাহ নাঈমকে চিনতে পেরেছে বলে পুলিশকে জানায়।
সদর থানা পুলিশ গত ৭ জুলাই রাতে মাগুরার সদর উপজেলার জগদল মাধবপুর গ্রামের নানা বাড়ি থেকে নাঈমকে গ্রেফতার করে। হাবিবুল্লাহ হত্যা চেষ্টায় ব্যবহৃত ধারালো অস্ত্রোটি পুলিশ উদ্ধার করেছে।
পুলিশের কাছে মোবাইল চুরির বিরোধ সূত্রে হাবিবুল্লাহকে হত্যা চেষ্টার কথা স্বীকার করেছে নাঈম।
খবর বিভাগঃ
অপরাধ
কওমী সমাচার
জেলা সংবাদ
0 facebook: