স্বদেশবার্তা ডেস্কঃ মাদরাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষকের নাম মোঃ রফিক মিয়া (২৪)। সে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামে। গতকাল বৃহম্পতিবার বিকেলে কসবা থানা পুলিশ তাকে আটক করে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম সাংবাদিকদের জানান, স্থানীয় সূত্রে প্রথমে সংবাদটি আসার পর কসবা থানাকে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। সেই প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষক রফিক মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। পরে এ ব্যাপারে কসবা থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় অভিভাবকদের তীব্র নিন্দা-ক্ষোভের ঝড় বইছে।
কসবা থানার ওসি (তদন্ত) আসাদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত শিক্ষক রফিক মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
ধর্ষণ
0 facebook: