14 July 2019

ভারতে গরু পাচারকারীকে ধরতে গিয়ে গ্রামবাসীদের হামলার গুরুতর আহত ৭ জন পুলিশকর্মী

ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ গরু পাচারকারীকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীদের হামলার শিকার হয়েছে ভারতের একদল পুলিশ সদস্য। হামলায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৭ জন পুলিশকর্মী। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মরিয়াডিহ গ্রামে ঘটেছে এই ঘটনা।

প্রয়াগরাজের পুলিশ সুপার (ক্রাইম) আশুতোষ মিশ্র জানান, দীর্ঘদিন ধরেই ওই গরু পাচারকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার মরিয়াডিহ গ্রামে ‘ওয়ান্টেড’ ওই চোরাচালানকারীকে গ্রেফতার করতে যায় পুলিশের একটি দল। আর তখনই পুলিশকে বাধা দেয় একদল গ্রামবাসী।

গ্রামবাসীদের হামলায় জখম হয়েছেন ৭ জন পুলিশকর্মী। গ্রামবাসীদের বাধা আর হামলার মুখে পড়ে বাধ্য হয়েই ফিরে আসতে হয় পুলিশকে।

পুলিস সুপার (ক্রাইম) আশুতোষ মিশ্র জানান, এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো জানান, এই ঘটনার পরই ওই এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। তথ্যসূত্র: জি নিউজ, এনডিটিভি।


শেয়ার করুন

0 facebook: