স্টাফ
রিপোর্টার॥ ভারতের
মধ্য প্রদেশে এক মুসলিম অটোরিকশা চালককে মারধর ও তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বিজেপির
নেতা কমল শুক্লা। ভারতের মধ্য প্রদেশের মরিমাতা চৌমাথায় গত শনিবার এ ঘটনা ঘটে। আক্রান্ত
মুসলিম অটো রিকশা চালকের নাম সেলিম খান।
আক্রান্ত
মুসলিম চালক বলেন, শনিবার
মরিমাতা চৌমাথায় চারচাকা গাড়ি থেকে এক ব্যক্তি বেরিয়ে তার নাম জিজ্ঞেস করেন। এসময় তার
নাম সেলিম খান বলতেই তাকে মারধর করা শুরু করে। তার গাড়িতেও ভাঙচুর করা হয়। এ নিয়ে কথা
কাটাকাটি হলে রিভলবার থেকে গুলি নিক্ষেপ করে ওই হামলাকারী। একটি গুলি তার পা স্পর্শ
করে বেরিয়ে গেলে তিনি কোনোক্রমে রক্ষা পেয়েছেন। পরে জানা যায় উনি বিজেপি নেতা কমল শুক্লা।
পরে আক্রান্ত
অটো রিকশা চালকের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়েরসহ অভিযুক্তকে বিজেপি নেতাকে
গ্রেফতার করে। তবে
এদিন বিকালেই তিনি জামিন পেয়ে যান।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
ভারত
0 facebook: