15 July 2019

ভারতে মাদরাসা চত্বরে মন্দির গড়তে চান সাবেক উপরাষ্ট্রপতির স্ত্রী


আন্তর্জাতিক ডেস্কঃ ইসলাম ধর্মের সবথেকে বড় গুনাহ শিরকের ধার না ধেরে ভারতের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির স্ত্রী সালমা আনসারি মাদরাসা চত্বরে মন্দির গড়তে চান। এর ফলে নাকি মাদরাসা ছাত্রদের বাইরে নামাজ পড়তে যেতে হবে না বলে জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশের আলিগড়ে চাচা নেহরু স্কুল নামে একটি স্কুলের পাশাপাশি একটি মাদরাসা পরিচালনা করেন সালমা আনসারি। তিনি বলেন, এরকম একটি ব্যবস্থা হলে তা নজির হয়ে থাকবে গোটা দেশে। গোটা দেশে ভাতৃত্বের একটি বার্তা যাবে। এতে ছাত্রদের নামাজ পড়তে বাইরে যেতে হবে না। তারা নিরাপদে থাকবে।

সালমা জানান, মাদরাসা কিংবা মসজিদ সবই আমার কাছে একই। আমরা চাই মন্দির ও মসজিদ একটি চত্বরে থাক। এতে সবার সুবিধে। কোনো ছাত্র যদি রাম বা শিবের মূর্তি রাখতে চায় তাহলে আপত্তির কিছু নেই। স্কুলে বাচ্চারা প্রায়ই আবদার করে ক্লাসে রাম বা শিবের ছবি টাঙানো হোক। এবার থেকে তা রাখা যাবে।

সালমা আনসারির এই ঘোষণার পরই প্রবল সমালোচনা করেছেন এলাকার নেতারা। অর্জুন ভোলা নামে এক নেতা সংবাদমাধ্যমে বলেন, এটা একেবারেই তোষণের রাজনীতি। ওরা বলছে মসজিদের পাশাপাশি একটি মন্দিরও তৈরি করা হবে মাদরাসা চত্বরে। ওরা প্রথমে মসজিদ বানাবে। কিন্তু মন্দির বানাবে না। এসব মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে হিন্দুদের। এরকম আগেও হয়েছে।

সূত্রঃ জিনিউজ


শেয়ার করুন

0 facebook: