গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে আর্জেন্টিনা সরকারের তথ্য বিভাগ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয় এবং এর সব ধরনের সম্পত্তি আটক করার নির্দেশ জারি করে। বিবৃতিতে বলা হয়েছে, “বর্তমানে হিজবুল্লাহ আর্জেন্টিনার নিরাপত্তা ও সমন্বিত অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য বিদ্যমান হুমকি।” আর্জেন্টিনার একটি ইসরাইলি ইহুদি কেন্দ্রে বোমা হামলার বার্ষিকী উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দেশটির সফর করেন। ঠিক সে মুহূর্তে আর্জেন্টিনা সরকার হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করল। ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন।
১৯৯৪ সালের ১৮ জুলাইয়ের ওই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করা হয় তবে ২০১৭ সালে আর্জেন্টিনার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেক্টর তিমারম্যান বলেছিলেন, সমস্ত তদন্তের পর হিজবুল্লাহর জড়িত থাকার বিষয়ে কোনো সন্তোষজনক প্রমাণ পাওয়া যায় নি। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট মরিসিও ম্যাক্রি ক্ষমতায় আাসার পর মার্কিন সরকারের প্রতি আনুগত্যতা দেখিয়ে পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: