20 July 2019

মুক্তিযোদ্ধা মন্ত্রীর পাশে দাঁত কেলিয়ে হাসছেন এক দেশদ্রোহী কালনাগিনী!


মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হকের পাশে দাঁত কেলিয়ে হাসছেন এদেশের ৩০ লাখ শহীদের পবিত্র রক্তের সাথে বিশ্বাস ঘাতকতাকারী প্রিয়া সাহা। তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে বাংলাদেশ তথা ১৭ কোটি মানুষের সাথে নির্মম, ভয়ঙ্কর ও ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। আওয়ামী লীগের অপু উকিল, রাশেদ খান মেননসহ হ্যাভিওয়েট যারা আছেন, তাদের অনেকের সাথেই তিনি সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন নানা কৌশলে। তবে তার এসব সম্পর্ক আর কোনো কাজে লাগবে না। দেশের মানুষ তার বিরুদ্ধে ক্ষেপে গেছে। মানুষের ক্ষোভে ফেসবুকে যেন ঝড় বইছে। মানুষ তার প্রতি এতটাই ক্ষুব্ধ, তাকে ১০০ বার ফাঁসি দিলেও মানুষের ক্ষোভ কমবে না। অপু উকিল, খুশি কবির, মুক্তিযোদ্ধা মন্ত্রীর সাথে তার ছবি দেখে অনেকেই তাকে বলেছেন আস্তিনের সাঁপ। কেউ বলেছেন বিষধর কালনাগিনী।

প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেস্ট ট্রাম্পের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাংলাদেশে নাকি ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।

এরপর তিনি বলেন, এখন সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছে। আমরা আমাদের বাড়িঘর খুইয়েছি। তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তারা আমাদের ভূমি দখল করে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পাইনি। ভিডিওতে দেখা গেছে, এক পর্যায়ে ট্রাম্প নিজেই সহানুভূতিশীলতার স্বরূপ এই নারীর সঙ্গে হাত মেলান।

কারা এমন নিপীড়ন চালাচ্ছে? ট্রাম্পের এমন প্রশ্নের জবাবে প্রিয়া সাহা বলেন, ‘দেশটির মৌলবাদীরা এসব করছে। তারা সবসময় রাজনৈতিক আশ্রয় পাচ্ছে।’

গত ১৮ জুলাই ধর্মীয় নিপীড়নের শিকার ২৭ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ২৭টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করে। এই নারীও সেদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সুযোগ পান। তখন তিনি এই অভিযোগ করেন।

প্রিয়া সাহার সঙ্গে অনেক নারী নেত্রীর সম্পর্কও ভালো। সরকারি গাড়িতে চড়ে তিনি বিমানবন্দর যান। যাওয়ার আগে একাধিক প্রভাবশালী নেত্রীর সঙ্গে কথাও বলেন। প্রিয়া সাহাকে নিয়ে শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, সরকারের ভিতরেও তোলপাড় চলছে। আইন প্রয়োগকারী সংস্থাও তার বিষয়ে খোঁজ নিচ্ছে।

এদিকে মার্কিন রাষ্ট্রদূত রর্বাট মিলার বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে প্রিয় সাহা ট্রাম্পের কাছে যে তথ্য উপস্থাপন করেছেন তা সঠিক নয়।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মার্কিন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কাছে সংখ্যালঘুদের নিয়ে বাংলাদেশের নারী প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন তা নিশ্চয়ই কোন চক্রান্ত ও উদ্দেশ্যমূলক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে করা প্রিয়া সাহার অভিযোগের ঘটনায় ফেসবুকে এক পোস্টে তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এ ঘটনায় প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করবেন বলে জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

প্রিয়া সাহা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শাথা সংগঠন মহিলা ঐক্যপরিষদের সাংগঠনিক সম্পাদক। সব সময় বড় বড় লোকের সাথে ছবি উঠিয়ে তা সংরক্ষণে রাখতেন। সবার সাথে খাতির রাখতেন। প্রিয়া সাহার গ্রামের বাড়ি পিরোজপুরের চরবানিরী উপজেলার মাটিভাঙ্গা উনিয়নের নাজিরপুর গ্রামে। আশা করি এই রাষ্ট্রদ্রোহীর বিচারে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি থাকবে। তথ্যসুত্রঃ পূর্ব পশ্চিম


শেয়ার করুন

0 facebook: