20 July 2019

প্রিয়া সাহার অভিযোগ সত্য: হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের রানা দাশগুপ্ত

প্রিয়া সাহা, ট্রাম্প ও রানা দাশগুপ্ত
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছে, তাদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টা ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নেরযে অভিযোগ করেছে তা একান্তই তার নিজস্ব বক্তব্য, সংগঠনের নয়।

ধর্মীয় স্বাধীনতা নিয়ে ওয়াশিংটনে এক সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে গত বুধবার হোয়াইট হাউজে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ওই অভিযোগ করে দেশদ্রোহী প্রিয়া সাহা।

তার বক্তব্য ছিল, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের নিপীড়নের শিকার হচ্ছে। প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ হয়েছেন। তার ওই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে আলোচনা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম ওই অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেছেন, ওই নারী কেন এটা করেছেন তা তিনি খতিয়ে দেখবেন।

এদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেছেন, আট মাসের অভিজ্ঞতায় বাংলাদেশে যে ধর্মীয় স্বাধীনতা তিনি দেখেছেন তা বিশ্বের জন্য দৃষ্টান্তহতে পারে।

প্রিয়া সাহার এ বক্তব্যের সঙ্গে একমত কি না, এ বিষয়ে জানতে চাইলে রানা দাশগুপ্ত বলে, ‘প্রথম কথা হচ্ছে, প্রিয়া সাহার বক্তব্য তো প্রিয়া সাহার নিজের। আমাদের সংগঠন এরকম কোনো বক্তব্যের সিদ্ধান্ত গ্রহণ করে কাউকে তো বলে নাই যে, তুমি এভাবে বলবা। অতএব প্রিয়া সাহার মতামত প্রিয়া সাহারই, আমরা এই ব্যপারে কোন কিছু জানিনা। তবে সে এটাও বলেচে যে, ‘প্রিয়া সাহার ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, এ অভিযোগ সত্য। তার ঘরবাড়ি পুড়ানোর ঘটনা এক-দুই মাস আগের।

সে বলেচে, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্রে ফ্রিডম অব রিলিজিয়ান নামে একটি সম্মেলন হয়। এতে আমাদের ঐক্য পরিষদের তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সেই প্রতিনিধি দলে প্রিয়া সাহা ছিলো না। তাহলে প্রিয়া সাহা কীভাবে সেখানে গেল? জানতে চাইলে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলে, ‘প্রথম কথা হচ্ছে, ঐক্য পরিষদের পক্ষ থেকে তাকে পাঠানো হয়নি। সে কীভাবে গেছে, এটা মার্কিন দূতাবাস বলতে পারবে।

কিন্তু খোজ নিয়ে জানা গেছে প্রিয়া সাহা ফ্রিডম অব রিলিজিয়ান নামের সম্মেলনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি হয়েই গেছে যদিও এখন তা অস্বীকার করা হচ্ছে।


শেয়ার করুন

0 facebook: